সূরা আন-নাস বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ সহ PDF Download.
সূরা আন-নাস সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ সহীহ হাদীস রয়েছে, যেগুলো থেকে বোঝা যায় যে এই সূরাটি মানুষের জন্য জিন, শয়তান ও অন্যান্য অদৃশ্য ক্ষতিকর শক্তি থেকে রক্ষার দোআ স্বরূপ। নীচে কিছু হাদিস ও সূরা নাস এর বাংলা উচ্চারণ ও বাংলা অনুবাদ দেওয়া হয়েছে।
রাসূল (সা.) সূরা নাস পড়তেন এবং অন্যদেরও পড়তে বলতেন।
📘 হাদীস:
আয়েশা (রা.) বলেন:
“রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) রাতে যখন তাঁর বিছানায় যেতেন, তখন তিনি তাঁর দুই হাত একত্র করতেন, তারপর তাতে ‘কুল হুয়াল্লাহু আহাদ’, ‘কুল আউযু বিরাব্বিল ফালাক’ এবং ‘কুল আউযু বিরাব্বিন নাস’ পড়ে তাঁর দেহের যতটুকু সম্ভব তাতে ফুঁ দিতেন। তিনি তিনবার এটি করতেন।”
📚 সহীহ বুখারী: ৫০১৭
রাসূল (সা.) বলেছিলেন, সূরা নাস এর মতো আশ্রয় চাওয়ার আর কোনো দোআ নেই।
📘 হাদীস:
উক্বা ইবনে আমির (রা.) বলেন:
“আমি রাসূলুল্লাহ (সা.)-কে বলতে শুনেছি:
‘তুমি কখনো এমন দোআ পড়নি যার মাধ্যমে আল্লাহর কাছে আশ্রয় চাওয়া হয়, যা “কুল আউযু বিরাব্বিল ফালাক” এবং “কুল আউযু বিরাব্বিন নাস”-এর চেয়ে উত্তম।’”
📚 সুনান আন-নাসায়ী: ৫৪৯৪ | সহীহ
সূরা নাস সকালে ও রাতে নিয়মিত পড়ার তাগিদ।
📘 হাদীস:
আবদুল্লাহ ইবনে খুবাইব (রা.) বলেন:
“রাসূলুল্লাহ (সা.) আমাকে বললেন:
‘বল।’
আমি বললাম: কী বলবো?
তিনি বললেন:
“তুমি ‘কুল হুয়াল্লাহু আহাদ’ এবং মুআউয়িযাতাইন (সূরা ফালাক ও সূরা নাস) সকাল ও সন্ধ্যায় তিনবার করে পড়বে, তাহলে তা তোমার জন্য সমস্ত কিছুর থেকে যথেষ্ট হবে।”
📚 সুনান আবু দাউদ: ৫০৮২ | সহীহ
সূরা আন-নাস আরবি।
قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
مَلِكِ ٱلنَّاسِ
إِلَٰهِ ٱلنَّاسِ
مِن شَرِّ ٱلْوَسْوَاسِ ٱلْخَنَّاسِ
ٱلَّذِى يُوَسْوِسُ فِى صُدُورِ ٱلنَّاسِ
مِنَ ٱلْجِنَّةِ وَٱلنَّاسِ
সূরা আন-নাস বাংলা উচ্চারণ।
কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,
মালিকিন্না-ছ,
ইলা-হিন্না-ছ।
মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।
আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।
মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।
সূরা আন-নাস বাংলা অনুবাদ।
বলুন, আমি আশ্রয় গ্রহণ করিতেছি মানুষের পালনকর্তার,
মানুষের অধিপতির,
মানুষের মা’বুদের
তার অনিষ্ট থেকে, যে কুমন্ত্রণা দেয় ও আত্নগোপন করে,
যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরে
জ্বিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে।
Download PDF
Post a Comment