সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.

সূরা ফালাক (সূরা নম্বর ১১৩) সম্পর্কে বিভিন্ন হাদিসে এর গুরুত্ব ও ফজিলত বর্ণিত হয়েছে, বিশেষ করে সূরা নাস-এর সঙ্গে মিলিয়ে। রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এই দুটি সূরার মাধ্যমে নিয়মিত রক্ষা চাইতেন এবং তাঁর সাহাবীদেরও তা করতে বলতেন। নিচে সূরা ফালাকের আরবি, বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ কয়েকটি সহীহ হাদিস তুলে ধরা হলো।

সূরা ফালাক বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.

সূরা ফালাক আরবি উচ্চারণ।

قُلْ أَعُوذُ بِرَبِّ ٱلْفَلَقِ

مِن شَرِّ مَا خَلَقَ

وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ

وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِى ٱلْعُقَدِ

وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ

সূরা ফালাক বাংলা উচ্চারণ।

১) কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক

২) মিন শাররি মা-খালাক।

৩) ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।

৪) ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।

৫) ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।

সূরা ফালাক বাংলা অনুবাদ।

১) বলুন, আমি আশ্রয় গ্রহণ করছি প্রভাতের পালনকর্তার,

২) তিনি যা সৃষ্টি করেছেন, তার অনিষ্ট থেকে,

৩) অন্ধকার রাত্রির অনিষ্ট থেকে, যখন তা সমাগত হয়,

৪) গ্রন্থিতে ফুঁৎকার দিয়ে জাদুকারিনীদের অনিষ্ট থেকে

৫) এবং হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।

সূরা ফালাক সম্পর্কে হাদিস।

সূরা ফালাক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ হাদিস দেওয়া হল। আশাকরি এই সকল হাদিস থেকে কিছু অনুপ্রেনা পাবেন ইনশাল্লাহ।

রাসুলুল্লাহ (সা.) নিয়মিত সূরা ফালাক ও নাস পড়তেন।

আয়িশা (রাঃ) বলেন:

"নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) যখন অসুস্থ হতেন, তখন তিনি মু'আউয়িযাত (সূরা ফালাক ও সূরা নাস) পড়ে নিজ উপর ফুঁ দিতেন। আর যখন তাঁর অসুস্থতা বেড়ে যেত, তখন আমি তা পড়ে তাঁর হাত দিয়ে তাঁর শরীরে মুছিয়ে দিতাম, তাঁর হাতই ছিল সবচেয়ে বরকতময়।"

📚 সহীহ বুখারী: ৫৭৩৫

📚 সহীহ মুসলিম: ২১৯২

ঘুমানোর আগে তিনবার সূরা ফালাক ও নাস পড়ার নির্দেশ।

আয়িশা (রাঃ) বলেন:

“প্রতিদিন রাতে যখন নবী (সা.) তাঁর বিছানায় শুতে যেতেন, তখন তিনি দুই হাত একত্র করতেন, তারপর তাদের মধ্যে ফুঁ দিতেন এবং এতে সূরা ইখলাস, ফালাক ও নাস পড়তেন, তারপর এই দুই হাত দিয়ে যতদূর সম্ভব শরীরের উপর মুছিয়ে নিতেন — মাথা, মুখমণ্ডল ও শরীরের সামনের দিক। তিনি এটি তিনবার করতেন।”

📚 সহীহ বুখারী: ৫০১৭

সূরা ফালাক ও নাস: রক্ষাকবচ।

উকবা ইবন আমির (রাঃ) বলেন:

"নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে বললেন: 'তুমি কি জানো আজ রাতে কুরআনের কোন আয়াতগুলো নাজিল হয়েছে? এমন আয়াত যা তোমার মতো কেউ কখনো দেখেনি!' তারপর তিনি বলেন:

قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ এবং قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ।"

📚 সহীহ মুসলিম: ৮১২

সূরা ফালাক যথেষ্ট রক্ষার জন্য।

রাসুলুল্লাহ (সা.) বলেন:

“তুমি কি এমন কিছু জানতে চাও, যা রাত্রিকাল ও দিবসের সবচেয়ে উত্তম পদ্ধতিতে আল্লাহর কাছে রক্ষা প্রার্থনা করা?”

তিনি বললেন: “قُلْ أَعُوذُ بِرَبِّ الْفَلَقِ ও قُلْ أَعُوذُ بِرَبِّ النَّاسِ। এগুলো পাঠ করলেই যথেষ্ট।”

📚 তিরমিযি: ২০৫৮ (সহীহ)

সূরা ফালাক PDF Download.

সূরা ফালাক এর বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download করার লিঙ্ক নিছে দেওয়া হল অখান থেকে ডাউনলোড করে নিয়মিত পাঠ করুন।

Download
Techy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ART
Techy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ARTTechy Pranav PKD ART