সূরা ইয়াসিন - প্রথম ৯ আয়াত আর ৩৬ নম্বর আয়াতের বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.
সূরা ইয়াসিন কুরআনের গুরুত্বপূর্ণ একটি সূরা। সূরা ইয়াসিনকে বলা হয় "কুরআনের হৃদয়"। বহু হাদিসে এর ফজিলত সম্পর্কে আলোচনা করা হয়েছে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর হাদিস অনুযায়ী, এই সূরা কেবল পাঠের জন্য নয় বরং জীবনের কঠিন সময়, রোগ, বিপদ ও মৃত্যুর মুহূর্তে একজন মুমিনের জন্য দোয়া ও সান্ত্বনার উৎস। সূরা ইয়াসিন সম্পর্কিত কিছু হাদীস নিছে দেওয়া হল-
রাসুল (সাঃ) বলেন- “প্রত্যেক কিছুর একটি হৃদয় থাকে, আর কুরআনের হৃদয় হলো সূরা ইয়াসিন।” (তিরমিজি: ২৮৮৭)
রাসুল (সাঃ) বলেন- “তোমরা তোমাদের মৃত্যুপথযাত্রীদের (মুৎতাফি) জন্য সূরা ইয়াসিন পাঠ কর।” (আবু দাউদ: ৩১২১, ইবনে মাজাহ: ১৪৪৮)
রাসুল (সাঃ) বলেন- “যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য রাতে সূরা ইয়াসিন পাঠ করে, তার গুনাহ মাফ করে দেওয়া হয়।” (ইমাম আহমাদ)
এই হাদীস থেকে যা শিক্ষা পাওয়া যাই।
- সূরা ইয়াসিনকে কুরআনের হৃদয় বলা হয়।
- মৃত্যুপথযাত্রীদের জন্য সূরা ইয়াসিন পড়া উত্তম।
- রাত্রে সূরা ইয়াসিন পাঠ করা প্রয়জন।
সূরা ইয়াসিন - ৩৬ নম্বর আয়াতের বাংলা উচ্চারণ ও কিছু গুরুত্বপূর্ণ তথ্য।
আরবী- ছুবহা-নাল্লাযী খালাকাল আঝাওয়া-জা কুল্লাহা- মিম্মা-তুমবিতুলআরদুওয়া মিন আনফুছিহিম ওয়া মিম্মা-লা-ইয়া‘লামূন।
বাংলা- পবিত্র ও মহান সে সত্তা যিনি সকল জোড়া জোড়া সৃষ্টি করেছেন, যমীন যা উৎপন্ন করেছে তা থেকে, মানুষের নিজদের মধ্য থেকে এবং সে সব কিছু থেকেও যা তারা জানে না।
আধুনিক যুগে সূরা ইয়াসিনের ৩৬ নম্বর আয়াতটি বিজ্ঞানী ও ইসলামী চিন্তাবিদদের মাঝে বিশেষভাবে আলোচনায় আসার কারন হচ্ছে- এটি আধুনিক জেনেটিক্স, বায়োলজি ও পদার্থবিজ্ঞানের অনেক মৌলিক তত্ত্বের সঙ্গে মিলে যায়। ফলে, এই আয়াতটি "কুরআনে বৈজ্ঞানিক ইঙ্গিত" হিসেবে অনেক বক্তৃতাই ব্যবহৃত হয়।
যেমন- উদ্ভিদ, গাছপালা এদেরও পুরুষ ও নারী রূপ বা প্রজনন ব্যবস্থা আছে, এই বিষয় গুলি আগে মানুষ জানত না বিজ্ঞান এখন প্রমাণ করেছে যে গাছেরও লিঙ্গ রয়েছে। কিন্ত এই আয়াত সম্পর্কে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ থেকে সরাসরি কোনো হাদিস পাওয়া যায় না।
সূরা ইয়াসিন এর প্রথম ৯ আয়াতের বাংলা উচ্চারণ ও অনুবাদ সহ PDF Download.
আরবী- ইয়া-ছীন। ৩৬-১
Post a Comment